Bangladesh Polie Sub-Inspector SI Job Circular 2021. বাংলাদেশ পুলিশ সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরি নয়, সেবাই মূল উদ্দেশ্য এর লক্ষ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের দরখাস্ত আহবান করা হয়েছে। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা সম্পন্ন নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের অবশ্যই জন্ম সূত্রে দেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত রয়েছে। ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদের জন্য আবেদন করতে পারবেন দেশের সকল জেলার প্রার্থীগণ। কোন বিবাহিত ও তালাক প্রাপ্ত ব্যক্তি আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট ৬ ইঞ্চি ও বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। একই সাথে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হবে সর্বনিম্ন ৫ ফিট ৪ ইঞ্চি ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। ওজন পরিমাপ করা হবে উচ্চতা ও বয়সের উপর ভিত্তি করে।
শিক্ষাগত যোগ্যতা সর্ব নিম্ন হতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। পাশাপাশি অবশ্যয় থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা। ১৯-২৭ বছর বয়স পর্যন্ত প্রার্থীরাই সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদের জন্য আবেদন করতে পারবেন ।
উল্লেখ্য করোনা কালীন সমস্যার জন্য সরকার ঘোষিত নিয়মের ভিত্তিতে ২৫ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত যাদের সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম করেছে তারাও এই নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল শর্ত অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা অতিক্রম হওয়ার পর কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
সূত্রঃ সংগৃহিত।
SI Job Circular Details
Organization : | Bangladesh Polie Sub-Inspector SI. |
Website Address : | police.teletalk.com.bd |
Post Name : | Sub-Inspector. |
Total Post: |
01 (One). |
Total Vacancy : |
See the Circular.
|
Educational Requirements : | bachelor’s or equivalent degree pass. |
Applications Fee : | BDT 30/- TK. |
Salary: | See the Circular. |
Source : | Daily Sun Newspaper. |
Published Date : | 08 October 2021 |
Age : |
18-27 /32 Years.
|
How to Apply-যেভাবে আবেদন করতে হবে
Interested candidates can apply through this (police.teletalk.com.bd) website. Candidates interested in applying can apply by entering the link given below. To apply, the color picture of the candidate should be 300×300 size and the signature should be 300×80. Then scan and upload to the designated place.
Application forms filled with incorrect information will be considered void. Fill out the form with the correct information. The application will not be considered acceptable till the examination fee is submitted through Teletalk SIM after completion of the application.
বাংলায় অনুবাদ
এই (police.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনে আগ্রহী প্রার্থীরা নিম্নের দেওয়া লিংকে প্রবেশ করে আবেদন করতে পারেন। আবেদন করতে প্রার্থীর রঙিন ছবি ৩০০x৩০০ সাইজ এবং স্বাক্ষর ৩০০x৮০ হতে হবে। এরপর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
ভুল তথ্যে পূরণকৃত আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে। সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার পর যতক্ষন পর্যন্ত পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে জমা দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবেনা।
See more news-আরও খবর দেখুন
Bangladesh Fire Service & Civil Defence Job Circular 2021
Ministry of Defence Job Circular 2021
Directorate General of Family Planning Job Circular 2021
The application Start & deadline:
The application Start : | 08 October 2021 |
The application Closing Date: |
08 November 2021 |
Bangladesh Polie Sub-Inspector SI Job Circular 2021
Source: Daily Sun, 08 October 2021
Application Deadline: 08 November 2021
Conclusion-উপসংহার
All the information about the recruitment notification of Sub-Inspector of Bangladesh Police is written above in beautiful and clear language. The instructions required for a candidate to apply are discussed above. Any eligible candidate can easily apply directly by knowing the details about the application. Thank you for visiting our website. Hope you come again.
বাংলায় অনুবাদ
বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত তথ্য উপরে সুন্দর এবং স্পষ্ট ভাষায় লেখা আছে। একজন প্রার্থীর আবেদন করার জন্য যেসব নির্দেশনা প্রয়োজন সেসব উপরে আলোচিত হয়েছে। যে কোনো যোগ্য প্রার্থী সহজেই আবেদন সম্পর্কে বিস্তারিত জেনে সরাসরি আবেদন করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি আবার আসবেন।